• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে দুই জুয়ারী আটক

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দুই জুয়ারীকে আটক করা হয়েছে। এ সময় এক জুয়ারী পালিয়ে যায়।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নন্দনপুর বাজার থেকে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদীসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হল সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের ফুল মিয়ার ছেলে কাশেম (২১), বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের জামান উল্লার ছেলে ফয়সল মিয়া (২২)।

জানা যায়, বিকাল সাড়ে ৫টায় উপজেলার নন্দনপুর বাজারের পাশে জুয়ার আসর বসেছে গোপনে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের একমাস করে কারাদন্ড প্রদান করেন।

পরে থানার এসআই মোস্তাফিজুর রহমান তাদের থানায় নিয়ে আসেন।

বাহুবল মডেল থানার ওসি মোঃ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ