• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের উত্তর বাজার থেকে ১৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৯ ক্যাম্প শ্রীমঙ্গলের টহল বাহিনী।

বৃহস্পতিবার র‌্যাব-০৯ এর টহল চুনারুঘাট উত্তর বাজার অভিযান চালিয়ে উজ্জল ভিলার থেকে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে তাদের পকেট থেকে ২৫২ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক ব্যক্তিরা হলেন, পৌর শহরের বাল্লারোডস্থ বাবরু মিয়ার ছেলে ফেরদৌস (২৯) ও উত্তর বাজার এলাকার চান মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২৯)

এ ঘটনায় ৩০ আগস্ট র‌্যাব ৯ এর এসআই ইমদাদুল হক বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটকদের পুলিশে সোপর্দ করেন ।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আটক দুইজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায় আটক ফেরদৌস ও মোস্তাফিজুর কুখ্যাত মাদক ব্যবসায়ী তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে মাদক পাচার হয়। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের আস্তানায় হানা দিয়ে তাদেরকে অবশেষে অটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ