বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২ সেপ্টেম্বর একই মাপের ও রঙের জাতীয় পতাকা উপহার দিবেন জেলা প্রশাসক মাহমদুল কবীর মুরাদ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
এসময় তিনি বলেন- আগামী ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ অডিটরিয়ামে জেলার ১ হাজার ৫৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একই মাপের ও রঙের জাতীয় বিতরণ উদ্বোধন করা হবে।
পতাকা বিতরণ অনুষ্ঠানটি জেলার অন্যান্য উপজেলায় একযোগে একই সময়ে অনুষ্ঠিত হবে, তবে সদর এবং শায়েস্তাগঞ্জ উপজেলার পতাকা বিরতণ করা হবে জেলা পরিষদ অডিটরিয়ামে।
তিনি আরো জানান- সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়েছে এই পতাকা উত্তোলনের জন্য ২০ ফুট উচ্চতার একটি এসএস পাইপ ক্রয় করতে এবং পতাকা উত্তোলনের জন্য প্রতিষ্ঠানের সামনে একটি বেদী তৈরি করতে।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ হুমায়ুন কবীর, মঈনুল হাসান রতন, কামরুল হাসান, মিজানুর রহমান সুমন, আল আমিন ও শাহ মোস্তাফা কামাল প্রমুখ।