বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ১২১ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী কেদারাকোট এলাকা তা উদ্ধার করা হয়।
৫৫ বিজিবি’র বাল্লা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. সেলিম উদ্দিন জানান, গোপন সূত্রে মাদক পাচারের পেয়ে তারা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান ইয়াবা উদ্ধার করেন।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩৬ হাজার ৩শ’ টাকা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।