• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলের মিরপুরে প্রথম দিনে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা ঐতিহ্যবাহি মিরপুর বাজারে শুরু হয়েছে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। শত বছর ধরে দখল করে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে মিরপুর ভিতর বাজারে এ অভিযান শুরু হয়। প্রথম দিনের অভিযানে দ্বোতলা বিল্ডিংসহ ১৫টি অবৈধ দোকান পাঠ উচ্ছেদ করা হয়।

মিরপুর ইউনিয়ন ভূমি সহকারী নুর আলী বলেন, প্রথম দিনে সরকারী ২০শত জায়গা উপর গড়ে উঠা দ্বোতলা বিল্ডিংসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই বিশ শতক জায়গার মূল্য কম হলেও দেড় কোটি টাকা হবে বলেও জানান তিনি।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেন, শতবছর ধরে দখল হওয়া সরকারী ভূমি উদ্ধারে কাজ করছি। পুরো মিরপুর বাজারে অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করতে মাসখানেক সময় লেগে যাবে। এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ