বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের বিভিন্ন স্কুল কলেজের সামন থেকে ১২ রোমিও কে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সদর থানার ওসি মাসুক আলীর নির্দেশে এসআই সাহিদ মিয়া ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ শহরের বি.কে.জি.সি বালিকা উচ্চ বিদ্যালয়, জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজ, মহিলা কলেজ ও উচ্চ বালিকাসহ বিভিন্ন স্কুলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটকরা হল, শহরের উমেদনগর এলাকার আব্দুল মালেকের পুত্র রিফাত (১৭), একই এলাকার মোস্তফা মিয়ার পুত্র সাদির মিয়া (১৯), হোসেন মিয়ার পুত্র সৌরভ (১৭), মতিন মিয়ার পুত্র সায়েম (১৮), তৈয়ব আলীর পুত্র তানিম মিয়া (২০), নছরতপুর এলাকার শহিদ মিয়ার পুত্র নয়ন (১৮) রাজনগর এলাকার মালেকের পুত্র শাহিন মিয়া (১৮), হাফিজ মিয়ার পুত্র আব্দুর রহমান (১৭), ইলিয়াছ মিয়ার পুত্র এনায়েত মিয়া (১৮), মাহবুবুবের পুত্র হাবিব (১৯), বাবলু মিয়ার পুত্র রাজ মিয়া (১৮) ও নোয়াহাটি এলাকার তপন সরকারের পুত্র স্বপন সরকার (১৮)।
ওসি জানান, দীর্ঘদিন ধরে ইভটিজাররা স্কুল কলেজের ছাত্রীদেরকে উত্যেক্ত করে আসছিল। বিষয়টি এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ পুলিশকে জানালে সাদা পোষাকধারী পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। সন্ধ্যায় তাদের অভিভাবকরা এসে ভবিষ্যতে এরকম করবে না বলে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
তিনি আরো জানান, এ অভিযান নিয়মিত চলবে। ইভটিজার মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের সাথে কোন আপোষ নয়।