• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: র‌্যালি ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে পালিত হয়েছেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

র‌্যালিতে ২০টি গাড়িতে করে রাধাকৃষ্ণের সাজে অংশ নেন ভক্তবৃন্দ। বিভিন্ন সংগঠনের পৃথক ব্যানারে আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী।

এর আগে হবিগঞ্জ মহাপ্রভু আখড়ায় শ্রীকৃষ্ণের ৫২৪৫ উপলক্ষে আলোচনা সভা ও শোভযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

উদ্বোধনী বক্তব্য শেষে শোভযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলীনি কান্ত রায় নিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়ের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পুণ্যব্রত চৌধুরী বিভু, সাবেক সভাপতি অহিন্দ দত্ত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই সরকারের আমলে সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় উৎসব অত্যন্ত সুন্দরভাবে পালনের সুযোগ পেয়েছে।

অসম্প্রদায়িক চেতনার এই ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার লোকজনকে আন্তরিক থাকার আহবান জানান তিনি।

পরে মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আমাদের মাধবপুর প্রতিনিধি জানান , হবিগঞ্জের মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শোভাযাত্রায় মাধবপুর উপজেলা ও বিজয়নগর উপজেলার একাংশ হাজার মানুষের ঢল নামে। শুক্রবার সকালে জন্মাষ্টমীর উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান।

এ সময় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শ্রীধাম দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, মনোজ পাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল দাস, সাধারন সম্পাদক লিটন রায়, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাবেক কাউন্সিলর দুলাল মোদক , হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলার সাধারন সম্পাদক রাজীব দেব রায় রাজু প্রমুখ।

পরে পৌর শহরের ঝুলন মন্দির প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ , হিন্দু মহাজোট, ইসকন , শ্রীগুরু চৈতন্য সংঘ সহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করেন।

শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। এতে মাধবপুর উপজেলা ও বিজয়নগর উপজেলার একাংশ সনাতন ধর্মলম্বীদের ঢল নামে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ