• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সিলেট বিভাগীয় সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় সম্পাদক ও হবিগঞ্জ পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র পাল কেন্দ্রীয় দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে হবিগঞ্জ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গত ১৭ আগস্ট হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও আশ্রমে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতোমধ্যে তিনি ২০১১-১৪ পর্যন্ত হবিগঞ্জ পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার কর্মদক্ষতার মূল্যায়ণের ভিত্তিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গত ২ আগস্ট ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনে পরিষদের ২৬তম বার্ষিক সাধারণ সভায় কেন্দ্রীয় গভর্নিং বডির সভাপতি জয়ন্ত কুমার দেব তার নাম প্রস্তাব আকারে পেশ করলে সর্বসম্মতি ক্রমে তা গৃহিত হয়। এ সময় প্রস্তাবিত কমিটি অনুমোদন করেন এবং শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ