বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম) এর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ জে.কে মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে দাঙ্গা, মাদক, জঙ্গি ও তথ্য প্রযুক্তির সুফল/কুফল সম্পর্কে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
সভা শেষে তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ জে.কে মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, থানার সেকেন্ড অফিসার এস আই সামছুল ইসলাম, এস আই সমীরণ দাশ, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ।