বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন ১নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুন নুরের প্রচেষ্টায় তার নিজস্ব জমিতে ‘রাহ্বারে জান্নাত’ নামে মহিলা মাদরাসা ভবনের ভিত্তির প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে মাদরাসা প্রাঙ্গণে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শায়েখ মাওলানা আব্দুল হাকিম, নিশাপটী।
মাওলানা মাহবুব মোস্তুফার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলার ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মাওলানা হাফেজ তাফহীমুল হক, মাওলানা কাজী আব্দুল আওয়াল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, হাফেজ মুশতাক আহমেদ, পৌর কাউন্সিলর মোঃ মাখন মিয়া, সাবেক কাউন্সিলর মোঃ রজব আলী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল শহীদ ও সিতার আহমেদ প্রমুখ।
পরে প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল মাদরাসা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন।