বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে শতাধিক শীম ও আকাশী গাছের ছারা কেটে সাবাড় করে দিয়েছে একদল দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বাদে অলুয়া গ্রামে এ গাছগুলি কেটে ফেলে দেয়া হয়।
বাগানের মালিক বাহুবল উপজেলার শ্রেষ্ঠ আত্নকর্মী মোহাম্মদ ইয়াকুত মিয়া জানান, প্রায় এক বিঘা জমির উপর তিনি শতাধিক শীমের ছারা ও আকাশী গাছ রোপন করেছিলেন।
গাছগুলি বড় হতে চলেছে। শীম গাছে ধরার উপযুক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে তিনি জমিতে পরিচর্যার জন্য গেলে দেখতে পান বাগানের সব শীম ও আকাশীগাছ গুলি কে বা কারা কেটে সাবাড় করে দিয়েছে।
তিনি জানান, এতে প্রায় তিনি ৫লক্ষ টাকার লোকসানে পড়েছেন।