মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ২০০ পিস ইয়াবা সহ আনিছ মিয়া(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে থানার এ এসআই হেমায়েত হোসেন ও নিজাম উদ্দিন উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা স্মশান এলাকা থেকে আনিছকে আটক করলে সে প্যান্টের পকেট থেকে কাল ক্রস্ট ট্যাপ দিয়ে মোরানো ২০০ পিস ইয়াবা পুলিশের কাছে হস্তান্তর করে।
ধৃত আনিছ মিয়া উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আছন আলীর ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চত করে বলেন ধৃত ব্যক্তি মাদক পাচারকারী চক্রের সদস্য। পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোরী অভিয়ান অব্যাহত রয়েছে।এব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।