করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তি স্থাপন

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই কামাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকরামুল মজিদ চৌধুরী শাকিলসহ সরকারি কর্মকর্তা, পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে নির্মাণ কাজের গুণগত মান পর্যবেক্ষণকালে এমপি আবু জাহির বলেন, সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের দুর্নীতি অথবা অনিয়ম মেনে নেওয়া হবে না। এ সময় গুণগত মানসম্পন্ন মালামাল ব্যবহারে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ