বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগাউড়া গ্রামের হাজী ইলিয়াস মিয়া ও একই গ্রামের ময়না মিয়ার মধ্যে জমির আইল কাটা নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে।
এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে সংঘর্ষে গুরুতর আহত হাজী ইলিয়াস মিয়া (৬০), কুনু মিয়া (৫০), রানু মিয়া (৪৮), ফজলু মিয়া (৩৫) ও সাকিল আহমদ (৬)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। এছাড়া আহত কয়েকজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।