করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে যৌন হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মিরপুরে যৌন হয়রানি বন্ধ ও রাস্তাঘাটে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশাল মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৪ জুলাই) বেলা ১১টায় বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও মিরপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ প্রায় ১৫টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

বাহুবল উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকার আলীর সভাপতিত্বে ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েল-এর পরিচালনায় মানববন্ধন চলাকালে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে তারা

প্রসঙ্গত, গত ১লা আগস্ট মিরপুর-বাহুবল রোডে বাজরের প্রবেশমুখে এক বখাটে স্থানীয় সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে নিপীড়ন করে। এ ঘটনায় ছাত্রীর মায়ের মামলায় প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার করলেও তার সহযোগিরা গাঢাকা দেয়। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মাঝে ছাত্রী ও নারীর যাতায়াত পথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ