• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জ পৌরসভায় নাগরিকসেবা চরম ব্যাহত

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের পৌরসভা এসোসিয়েশন কর্মকর্তা কর্মচারীরা লাগাতার আন্দোলনের অংশ হিসাবে গত ১৪ জুলাই থেকে নবীগঞ্জ পৌরসভায় রয়েছে কর্মকর্তা-কর্মচারী শুন্য। ব্যাহত হচ্ছে পৌরসেবা, বিপাকে পড়েছে পৌরবাসী।

জানা যায়, রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর সম্মানী ভাতা এবং পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন দাবিতে দেশব্যাপী এই আন্দোলনের অংশ হিসাবে নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরাও একাত্বতা ঘোষনা করে এখন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন।

এদিকে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এ কর্মবিরতির কারনে পৌরবাসীর দুর্ভোগ শুরু হয়েছে। তাদের প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। ময়লা আবর্জনাও অপসারন করা হচ্ছে না, কয়েক দিনে নবীগঞ্জ শহরের পরিবেশ দুর্বিষহ অবস্থায় পৌছে গেছে।

পৌরসভায় সরজমিনে দেখা গেছে, পৌর এলাকার ছাত্র ও ছাএীরা নাগরিক সনদ ও ভোটার তালিকা হালনাগাদ করনের জন্য জন্ম নিবন্ধন নিতে এসে চরম দূর্ভোগে পরেছে।

অপর দিকে হজযাত্রীরা নাগরিক সনদ ও প্রয়োজনিয় কাগজপত্র উঠাতে এসে লোকজনকে না পেয়ে ঘুরে যেতে দেখাযায়। পৌর সভায় কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। সকল নাগরিক সেবা বন্ধ। এমনকি ময়লা আর্বজনা অপসারনও বন্ধ রাখা হয়েছে। শহরের সড়ক বাতি বন্ধ থাকায় রাতে যেন ভুতুরে নগরীতে পরিণত হয় প্রতিনিয়ত। পাড়ায় পাড়ায় অন্ধকার ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। বাড়ছে ছিচকে চোরের উপদ্রুপ।

এ ব্যাপারে মুঠোফোনে নবীগঞ্জ পৌরসভা এসোসিয়েশন সভাপতি উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় করে ঘরে ফিরবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত পৌর সভার সকল কার্যক্রম বন্ধ থাকবে। এমনকি চলতি ভিজিএফ চাল বিতরণে কোন সহযোগিতা করবে না কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার জানান, তাদের এই আন্দোলন মৌলিক অধিকার প্রতিষ্টিত করার। তাদের দাবী না মানা পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবেন না বলেও দাবী করেন।

পৌর প্যানেল মেয়র এটিএম সালাম জানান, গত ১৪ জুলাই থেকে সরকারী কোষাগাড় থেকে বেতনভাতার দাবিতে কর্মচারীরা আন্দোলন করায় পৌর সভার কাজ মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। তারা প্রতিদিন পৌর ভবনে এসে বসে থেকে সময় কাটাচ্ছেন আর সেবা নিতে আসা জনগনকে বুঝিয়ে ফিরে দিচ্ছেন।

তিনি আরও জানান, জনগণকে সময়মতো সেবা দিতে না পারায় তাদের এলাকায় গ্রহনযোগ্যতা হারাচ্ছে। অনেক জনগন প্রযোজনীয় কাজ করতে না পারায় ক্ষতির সন্মুখিন হচ্ছেন। এ ব্যাপারে তিনি সরকারকে তড়িৎ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ