করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে শ্বশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জামাতার মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক বাল্প লাগাতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে আল আমিন (২৮) নামে এক জামাতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার আন্দিউড়া হরিশ্যামা গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত আল আমিন পার্শ্ববর্তী বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার দারিয়াপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র।

মাধবপুর থানার (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, কিছুদিন পুর্বে হরিশ্যামা গ্রামে আল আমিন তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। এর পর থেকেই সে তার শ্বশুর দুলাল মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। রাতে তার শ্বশুরের ঘরের একটি বাল্প নষ্ট হয়ে যায়। এসময় আল আমিন পুণরায় আরেকটি বাল্প লাগাতে গেলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ