• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে মাসব্যাপি হিফজুল কোরআন প্রতিযোগীতার উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে পবিত্র কোরআনের আলো হিফজুল প্রতিযোগিতার আয়োজন করেছে আলেয়া জাহির ফাউন্ডেশন।

বৃহস্পতিবার হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে পৌর এলাকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক শাহ মো: নজরুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রতিষ্ঠিত আলেয়া-জাহির ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। হবিগঞ্জ পৌরসভার প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ৩ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার প্রতিযোগিতা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সেখানে অংশগ্রহণ কতরবে ৬৫ জন প্রতিযোগী। ৬ আগস্ট শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসায় ওই উপজেলার প্রতিযোগীরা অংশ গ্রহণ করবে।

সেখানে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। সেখানে অংশ নিবে ৬০ জন প্রতিযোগী।

৮ আগস্ট লাখাই উপজেলা হলরুমে ওই উপজেলার প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী। সেখানে অংশগ্রহণ করবে ৫০ জন প্রতিযোগী।

২৯ আগস্ট হবিগঞ্জ পৌর টাউন হলে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।

আয়োজক কমিটির সদস্য সচিব মুফতি আলমগীর হোসেন সাইফী জানান, প্রত্যেক এলাকায় তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে যারা ১ম থেকে ৩য় হবেন তারা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন।

ফাইনাল রাউন্ডে গ গ্রুপে যে প্রথম হবে তাকে অ্যাডভোকেট মো: আবু জাহির এমপি এর পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালন করানো হবে। অন্যান্য গ্রপের জন্য রয়েছে আকর্ষনীয় অর্থ পুরস্কার। আঞ্চলিক পর্বেও অর্থ পুরস্কার প্রদান করা হবে। ওমরাহ হজ্ব ছাড়াও প্রায় ১ লাখ টাকা পুরস্কার রয়েছে এই প্রতিযোগিতায়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ