• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি: মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর বার্ষিক সাধারণ সভা গত ১৮ ফেব্রুয়ারী শুক্রবার সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারস্থ হোটেল গ্র্যান্ড ভিউ এর হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব আনোয়ার হোসেন চৌধুরী এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান।

সংগঠনের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর উপদেষ্টা পরিষদ ও আজীবন সদস্যবৃন্দ, সিলেটে বসবাসকারী মাধবপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিটাক এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব আনোয়ার হোসেন চৌধুরী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন বলেই আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধান অতিথি বলেন বৃহত্তর সিলেটের মানুষ সুপ্রাচীন কাল হতেই সংগঠন প্রিয়। সমাজসেবা ও আর্ত মানবতার কল্যাণে যুগে যুগে এই অঞ্চলের মানুষ সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন।

এ প্রসঙ্গে তিনি ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত শ্রীহট্ট সম্মিলনী এবং দেশ বিভাগের পর হাজার ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের উল্লেখ করেন।
তিনি মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট কর্তৃক পরিচালিত বিভিন্ন কল্যাণমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। সিলেটে বসবাসকারী মাধবপুর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে সমাজসেবা এবং মানবতার কল্যাণের ব্রত নিয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত মাধবপুর এসোসিয়েশন সিলেট এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

কবির ভাষায় তিনি বলেন “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” এই ব্রতকে লালন করে উপজেলার মাধবপুরের অ্যাসোসিয়েশন সিলেট এর মানব কল্যাণ মূলক সামাজিক কার্যক্রম আরো ব্যাপৃত হবে এবং মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন প্রফেসর ডা. মোঃ তাফাজ্জুল ইসলাম, মোঃ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, ডা. আখলাক আহমেদ, অভিজিৎ কুমার পাল প্রমূখ।

সভায় মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর ২০২২-২০২৩ মেয়াদে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং মোঃ জামাল মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটর অন্য সদস্যরা হলেন।প্রফেসর ডা. মোঃ তোফাজ্জল ইসলাম-সিনিয়র সহ সভাপতি, ডা. আখলাক আহমেদ-সিনিয়র সহ সভাপতি, অভিজিৎ কুমার পাল সহ-সভাপতি, মোঃ হাবিবুর রহমান – সহ সভাপতি, প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান সহ-সভাপতি, মোঃ দুলালমিয়া – সহ সভাপতি, মুহাম্মদ কুদরতে এলাহী পুনাম – যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ এহাছানুল হক- যুগ্ম সাধারণ সম্পাদক, ড. মোঃ আলী ওয়াক্কাস সোহেল -শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, মোঃ কামাল হোসেন- সাংগঠনিক সম্পাদক, ডা. মোঃ আব্দুল কাদির- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ভ্রান্তি বালা দেবী- মহিলা বিষয়ক সম্পাদক, সমরেন্দ্র চন্দ্র বিশ্বাস – প্রচার ও দপ্তর সম্পাদক, মোঃ আব্দুল কাদের চৌধুরী- অর্থ সম্পাদক, মোঃ জয়নাল আবেদীন – সহ-অর্থ সম্পাদক, মোঃ আব্দুল করিম-সদস্য, মোঃ আব্দুস শহীদ ভূঞা- সদস্য, মোঃ সোহাগ মিয়া – সদস্য, মোঃ আনোয়ার হোসেন -সদস্য, আবুল ফাত্তাহ মোহাম্মদ তুষার -সদস্য, মোঃ শাখাওয়াত হোসেন- সদস্য, প্রফেসর ডঃ মোঃ শাহাব উদ্দিন -সদস্য (এক্স অফিসিও), মোহাম্মদ গিয়াস উদ্দীন -সদস্য (এক্স অফিসিও)।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ