বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের বালাগঞ্জ উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ রাশেল গাজী ও প্রশিক্ষীকা মোছাঃনাজমা বেগমের বদলী জনিত কারনে বিদায়ী সংবর্ধনা।
বৃহস্পতিবার বেলা দেড়টায় উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা মোঃরাশেল গাজীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
তিনি দীর্ঘ দিন যাবৎ সততার সহিত, আনসার, ভিডিপির সদস্য, সদস্যা নিয়ে, মাঠ পর্যায়ে নিরঅলস ভাবে কাজ করেছেন।পেয়েছেন শুদ্ধাচার পুরুষ্কার। সুন্দর মন, মানসিক থাকার কারনে বালাগন্জের প্রত্যহ আনসার ও ভিডিপির , সদস্য,সদস্যাদের ভালোবাসার মানুষ হয়ে ওঠেছিলেন তিনি।জানা যায় তিনি সিলেট সদর থানার আনসার ও ভিডিপির কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন।
একই সাথে আনসার ভিডিপির প্রশিক্ষীকা মোছাঃনাজমা বেগম পদ উন্নতি পেয়ে অনত্র বদলী করন করা হয়েছে।তিনি এখন উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন, বালাগন্জ উপজেলায় নবাগত যোগদান কারী আনসার ও ভিডিপির কর্মকর্তা মোঃ হারুন রশীদ প্রশিক্ষক মুন্না পাল।
এপিসি রবীন্দ্র মালাকার,আনসার সদস্য মোঃসাগর মিয়া।মোঃহেলাল মিয়া,মোঃআলআমিন।ভিডিপির দলনেতা মোঃআব্দুল কাইয়ূম। ইউনিয়ন দলনেতা, দলনেত্রী,আনসার,ভিডিপি,সদস্যবৃন্দ।অবশেষে বিদায়ী ব্যাক্তিদের জন্য শুভ কামনা করেছেন।