করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ওসমানীনগরে মৎস্য কর্মকর্তা ও প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যকার সৃষ্ট দ্বন্দ্বের অবসান

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যকার সৃষ্ট সমস্যার অবসান হয়েছে।

বুধবার দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সাথে মত বিনিময়ের আয়োজন করেন। এতে সাংবাদিক নামধারী কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিতির প্রতিবাদে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ মতবিনিময় সভা বয়কট করে।

পরবর্তীতে প্রেসক্লাব সাংবাদিকরা সভার মাধ্যমে মৎস্য অফিসের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেন।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কিছু অপসাংবাদিকের উপস্থিতির বিষয়ে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এধরণের আয়োজনে আরো সজাগ থাকবেন বলে তিনি আশ্বস্থ করেন।

বৈঠকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ ও সাংস্কৃতিক সম্পাদক রনিক পালসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ