শনিবার, ১০ মে ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন।
সাধারন সম্পাদক কামরুল হাসান কাজলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও রত্ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ তাহের, সহ-সভাপতি জাহেদ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমদ লিটন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও উপজেলা যুব মজলিশের সভাপতি মাওলানা রিয়াদ আল আসাদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এস এম রাশিদুর রহমান (অভি), সাংবাদিক আহমদ আলী আখঞ্জীসহ, প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অতিথিবৃন্দ।
ইফতারের পূর্বে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাফেজ সিদ্দিক আহমদের রূহের মাগফেরাত কামনাসহ সকল সদস্য, অতিথিবৃন্দ ও মানব জাতীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ।