• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সেভ শ্রীমঙ্গল এর বিনামূল্যে “বঙ্গবন্ধু চক্ষু শিবির ” অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্টস সেভ এর আয়োজনে বিনামূল্যে “বঙ্গবন্ধু চক্ষু শিবির” অনুষ্ঠিত হয়।

কানাডা প্রবাসী শ্যামল দত্ত, বিজয়ভূষণ চৌধুরী, বিবেকানন্দ বিশ্বাস ভোলা, প্রফেসর কল্যাণ সোম, রজত পাল, খোকা পাল, মানস লালসোম, সুদীপ সোম রিংকু, ইজ্জাত হোসেন মাসুদ, যুক্তরাজ্য প্রবাসী জোশেফ দাশগুপ্ত যশো, ঢাকার সালাউদ্দিন ফারুক ও শ্রীমঙ্গলের সুলতান মো. ইদ্রিস লেদু এর আর্থিক সহযোগিতায় মঙ্গলবার ২১ ডিসেম্বর শ্রীমঙ্গলস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতা ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহন লাল সোম।

সেভ এর উপদেষ্টা অধ্যক্ষ সাইয়্যিদ মূয়ীজুর রহমানের সভাপতিত্বে ও সেভ শ্রীমঙ্গল এর সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. মনসুর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার ভূমি নেছার উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও রাকেশ চৌধুরী। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু চক্ষু শিবির পরিচালনা কমিটির আহবায়ক মো. কাওছার ইকবাল প্রমুখ।

চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেন ও ডা. সৈয়দ জিসান আহমদ।
অনুষ্ঠানে প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা প্রদান ও ১৫০ জন রোগীকে ছানী অপারেশন আওতায় আনা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ