• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
পিন্টু দেবনাথ,  মৌলভীবাজার : শুভ বড়দিন ২০২১ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ  উপজেলার নৃতাত্বিক জনগোষ্টি ও খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন গীর্জার অনুকুলে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২১ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দিন এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান এর সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  শামীম অর রসিদ তালুকদার।
শ্রীমঙ্গল উপজেলায় ৬৭টি চার্চে ও কমলগঞ্জ উপজেলার ৪৭টি চার্চে মোট ৯ লক্ষ ৫৭ হাজার ৯৫০ টাকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ