• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে গণ অধিকার পরিষদের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

করাঙ্গীনিউজ:
ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’ সিলেটে প্রথম শোডাউন করেছে।

বিজয় দিবসের দিন সিলেটে বিশাল বিজয় র‌্যালি করে তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। র‌্যালিতে অংশ নেয়া সংগঠনের সদস্যদের বেশিরভাগই ছিলেন তরুণ।

চলতি বছরের ২৬ অক্টোবর ‘গণ অধিকার পরিষদ’র আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনের আহ্বায়কের দায়িত্ব নেন ড. রেজা কিবরিয়া। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর পান সদস্য সচিবের দায়িত্ব। এর দু’দিন পর ২৮ অক্টোবর সিলেট সফরে যান ড. রেজা কিবরিয়া। হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে নগরীর একটি হোটেলে দলের অনুসারীদের সাথে মতবিনিময় করেন তিনি।

তবে ওইদিন খুব একটা সাড়া পাননি তিনি। হাতে গোনা কয়েকজন অনুসারী হোটেলে গিয়ে তার সাথে দেখা করেছিলেন। এরপর সিলেটে সংগঠনটির কোনো তৎপরতাও দেখা যায়নি। কিন্তু বৃহস্পতিবার বিজয় দিবসের দিন হঠাৎ করে মাঠে নামেন সংগঠনটির নেতাকর্মীরা।

নগরীতে বিশাল শোডাউন করেন তারা। লাল-সবুজ টিশার্ট পরে কয়েকশ’ নেতাকর্মী মিলে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেন।

র‌্যালিতে জাতীয় পতাকা ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, এমএজি ওসমানী ও শহীদ চার জাতীয় নেতার ছবি বহন করেন নেতাকর্মীরা। র‌্যালি শেষে বেলা দেড়টার দিকে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ