• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
পিন্টু দেবনাথ,  মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধ শীর্ষক তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করার লক্ষে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি নিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে ও মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তীর সহযোগীতায় থানা প্রাঙ্গনে আলোকচিত্র প্রদর্শনী করা হচ্ছে । এই চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানের আলোকচিত্র, শহীদ পরিবারের পরিচিতিমূলক আলোকচিত্র ও শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত স্মৃতি বিজরিত জিনিসপত্র প্রদর্শনিতে স্থান পেয়েছে।
প্রদর্শনীতে আসা যুবক সোহাগ বলে, “আমরা যুদ্ধের গল্প শুনেছি। কিন্তু এখানে এসে ছবিতে মুক্তিযুদ্ধাদের স্মৃতি বিজরিত অনেক কিছুই দেখতে পেলাম।”
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন, ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত  প্রদর্শনী প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।
 উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরাক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ এবি এম মোজাহিদুল ইসলাম (পিপিএম,) শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির,  পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনসহ শ্রীমঙ্গল থানার পুলিশ কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ