• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে ২৫ হাজার মাস্ক দিল বাংলাদেশ মিশন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
ওয়ান স্টুডেন্ট ওয়ান মাস্ক এর আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২৫ হাজার মাস্ক প্রদান করেছে বাংলাদেশ মিশন।

এ উপলক্ষ্যে সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির জেলা সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন এর বিজনেস ম্যানেজার মাইকেল ওয়েইন মাফি, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জন বারগেন্ট গাজী, শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শামীম অর রশীদ তালুকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল-সাদিক ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ।

মুজিব বর্ষের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘‘ ওয়ান স্টুডেন্ট ওয়ান মাস্ক’’ কর্মসুচির আওতায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ৫০ হাজার শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হবে। কোয়ালিটি ফুল ও দীর্ঘদিন ব্যবহার যোগ্য প্রায় দশ লক্ষাধিক মূল্যের এ মাস্ক দেওয়ার জন্য তিনি বাংলাদেশ মিশন কর্তৃপক্ষ ধন্যবাদ জানান এবং তাদের মহাভুবতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ মাস্ক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ