পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের –বালিশিরা পশ্চিমাঞ্চলের ৫৭ তম আঞ্চলিক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ ডিসেম্বর) শ্রীমঙ্গলস্থ বিটিইএসএ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালিশিরা পশ্চিমাঞ্চলের আঞ্চলিক শাখার সভাপতি সুরঞ্জিত দাশ।
বালিশিরা পশ্চিমাঞ্চলের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মো. বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর সভাপতি মো. মাহবুব রেজা।
প্রধান বক্তা ছিলেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ।
বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ তালুকদার আমিনুল ইসলাম, বালিশিরা উত্তরের সম্পাদক কামাল হোসেন, মো. খায়রুল আলম, শ্রীকান্ত আহিদ, সুরনজিত কৈরী প্রমুখ।
বক্তরা, মালিকপক্ষের সাথে স্টাফদের চুক্তিনামার বিষয়ে আলোকপাত করা হয়।