বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর উদ্যোগে র্যালী, আলোচনাসভা ও সম্মানান প্রদান অনুষ্টিত হয়।
শুক্রবার ১০ ডিসেম্বর সকাল ১১টায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনটির সভাপতি মোসাদ্দেক আলী ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে আসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি মোসাদ্দেক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পরে আন্তর্জাতিক মানবাদিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় শ্রীমঙ্গল ও সেবা ডিজিটাল মেডিক্যালকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।