বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) কানাডীয় সরকারের কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস (সিএফএলআই)-এর সহায়তায় নারী চা শ্রমিকের জীবন দক্ষতা নিয়ে গবেষণা করেছে এবং ‘চা বাগানে নারীর সুরক্ষায় জীবন দক্ষতা সহায়িকা’ প্রকাশ করেছে। এ সহায়িকা ও চা শ্রমিক সক্রান্ত
অনন্যা ̈ প্রকাশনা ও তথ্যউপাত্ত হাতে নিয়ে সেড আগামী ৯ ডিসেম্বর ২০২১ (বৃহস্পতিবার) সকাল দশটায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারে ‘নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান’
উদযাপন করতে সহায়িকার মোড়ক উন্মোচন ও সংলাপের আয়োজন করেছে ।
আলোচনা পর্বে বাংলাদেশের প্রথিতযশা কথাসাহিতি ̈ক সেলিনা হোসেন প্রধান অতিথি এবং বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের প্রতিনিধি (রাজনৈতিক) রায়া ইয়ামপলি ̄‹ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।
সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে আছেন শ্রীমঙ্গল উপজেলার ইউএনও নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলার ইউএনও আশেকুল হক এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা রামভজন কৈরী প্রমুখ।