মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সভাপতি এবং শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণার আড়াই মাস পর ২৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে মঙ্গলবার রাতে এসব তথ্য জানানো হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং নির্বাহী সদস্য হিসেবে মোট ২২৯ জন দায়িত্ব পেয়েছেন।
এদিকে কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) এর দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল।