বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
রোববার রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি সুমন মিয়া কে তার বাড়ি থেকে আটক করা হয়।
এসময় আটককৃত মাদক কারবারির কাছ থেকে ৩০পিছ ইয়াবা উদ্ধার করে ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী সে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে।
আজ সোমবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।