• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার শুভ উদ্বোধন 

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
পিন্টু দেবনাথ,  মৌলভীবাজার: মৌলভীবাজারের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টাশ শহরের কাশীনাথ আলাউদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মৌলভীবাজার জেলা পুনাক সভানেত্রী সামিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল- কমলগঞ্জ  সার্কেল)  মোঃ শহীদুল হক মুন্সী, জেলার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
পুনাক সভানেত্রী  সামিনা সুলতানা তাঁর বক্তব্যে বলেন ‘পুনাকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ নাগরিকদের কেনাকাটার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য নানা আয়োজন থাকছে। ম্যাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্যের বাহারি স্টলের পাশাপাশি শিশু কিশোরদের সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ