বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের অভিযানে দেশীও ছোলাইমদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক মাদক কারবারীর নাম মিলন কাহার।
সে গোয়ালবাড়ী ইউনিয়নের এলাপুর চা-বাগানের লক্ষিন্দরের ছেলে।
বুধবার সকালে আটকৃতের বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে পেরণ করেছে পুলিশ।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, মঙ্গলবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে এসআই জাকির হোসেন মাদক কারবারিকে আটক করেন। এসময় তাঁর কাছ থেকে দেশী ৫০লিটার ছোলাইমদ উদ্ধার করা হয়।