বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
এসময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়. শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মামুন আহম্মদ। এ ছাড়াও সভায় সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে মো. মোমিনুল হোসেন সুহেল, সুশীল শীলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিতিরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করতে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হয়।