বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউবা ধান কাটচ্ছেন, কেউ আঁটি বাঁধছেন। কেউ আবার ধান বয়ে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। দম ফেলার ফুরসত নেই কারও। মহাব্যস্ততায় দিন কাটছে কৃষকদের। শ্রীমঙ্গল উপজেলায় আবহাওয়া উপযোগী হওয়ায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদে মুখে হাসি ফুঁটেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার ৫৩১ হেক্টর জমিতে। চাষ হয়েছে ১৫হাজার ৩৩২ হেক্টর জমিতে। এর থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩হাজার ৩৩১ মেট্রিক টন। এবছর উফশী ও হাইব্রিড জাতের পাশাপাশি স্থানীয় জাতের আমন ধানের আবাদ করা হয়েছিল। কৃষকরা উফশী ও হাইব্রিড উভয় জাতের ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন।
আমন চাষী কামাল মিয়া, মো. রাজু মিয়া, আলম, রুমান মিয়া ও আমির হোসেন সাথে আলাপকালে জানান, শুরুর দিকে পোকা মাকড়ের উপদ্রুপ ছিলো বেশি। সেটি কয়েক দফায় কীটনাশক প্রয়োগের পর অনেকটাই কমে যায়। তাছড়া খরচও হয়েছে বাড়তি । তারপরও ভালো ফলন হওয়ায় বাড়তি খরচটুকু পুষিয়ে নিতে পাবেন। বর্তমান বাজারে ধানের যে দাম রয়েছে সেই দাম অব্যাহত থাকলে কৃষক লাভবান হবেন।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতে বৃষ্টি হওয়ায় এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমে ও কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বছর ফসল ভালো হয়েছে।