• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার : মৌলভীবাজারে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইদেরদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প ২য় পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউস এর মুন হলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ কাজী লুৎফুর বারী।

জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) নির্মল কুমার এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আবেদা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না, ভেটেনারী সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার, ধর্মীয় নেতা বেনু মাধব চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ