বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মেছোবিড়ালটি ফুটফুটে একটি বাচ্ছা প্রস্্রব করেছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মেছোবিড়ালটি বাচ্ছা প্রসব করে। বাচ্ছাটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ নিভিড় পর্যবেক্ষণে আছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপনদেব সজল জানান, বৃহস্পতিবার গর্ভবতি মা মেছোবাগটি দেখে তিনি বুঝতে পারেন রাতের যে কোনো সময় বিড়ালটি বাচ্ছা প্রস্্রব করতে পারে। সে অনুযায়ি তিনি মা মোছেবিড়ালটিকে আলাদা ঘরে নিরাপদ স্থানে সরিয়ে রাখেন।
শুক্রবার সকালে মেছোবিড়ালের ঘরে গিয়ে দেখতে পান সুন্দর ফুটফুটে একটি বাচ্ছা প্রসব করেছে মেছোবিড়ালটি। সদ্যফোটা মেছোবিড়ালের বাচ্ছাটিকে মা মেছোবিড়ালটি পরম যত্নে জড়িয়ে রেখেছে।
সজল দেব আরো জানান, সাত বছর ধরে পালিত মেছোবিড়ালটি এ নিয়ে চতুর্থবারের মত মেছো বাঘ টি বাচ্চা দিলো , চারবারে এই নিয়ে ৬টি বাচ্চা দিয়েছে। এর আগেও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এ অজগর সাপ, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্র হরিণ, সোনালী বিড়াল, কালেম পাখি, বন মোরগ আর অনেক প্রানী বংশব্রদ্ধী করে আসছে। বাচ্চা টি বড় হলে অন্যবারের মত বাচ্চা টিকে বনে অবমুক্ত করে দেওয়া হবে।