• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবে আ’লীগের মেয়র প্রার্থী সৈয়দ মনসুরুল হকের মত বিনিময়

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে আগামী ২৮ সভেম্বর অনুষ্টিতব্য পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সৈয়দ মনসুরুল হকের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছ ।

সোমবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কনফারেন্স রোমে যুবলীগ নেতা ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্টিত মত বিনিময় সভায় নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী সৈয়দ মনসুরুল হক বলেন, আমার বিরুদ্ধে ব্যক্তিগত অপপ্রচার চালিয়ে উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। প্রতিপক্ষ মেয়র পদপ্রার্থীর দাবী করেন তার নাকি প্রশাসনে লম্বা হাত রয়েছে, এতে বিভ্রান্ত না হতে আহ্বান জানান তিনি।

এসময় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মামুন আহমেদ, যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. ছালিক আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মুমিনুল হোসেন সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন শাহিন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন সুফল বইয়ে দিতে হলে এখানে আওয়ামীলীগের মেয়র প্রার্থীকে নির্বাচিত করতে হবে। এখানে সরকারের উন্নয়নের যে ছিটেফোঁটা এসেছে তাও অপরিকল্পিতভাবে বাস্তবায়নের ফলে তথাকথিত উন্নয়নে একটু বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা তৈরী হয়। তারা অভিযোগ করেন, এখানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লার ভাগাড় বানিয়ে শিক্ষার পরিবেশ বিঘ্ন করেছেন বর্তমান মেয়র ।

মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি বিশ্বজৌতি চৌধুরী-সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন ইলেকটনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ এর অন্যান্য নেতাকর্মী ও নৌকা মার্কার সমর্থকবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ