• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর কাউন্সিলর হলেন জাহাঙ্গীর আলম সোহাগ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিল পদে মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, পিতা- মোঃ আহাদ মিয়া, মাতা- শামসুন নাহার আহাদ একমাত্র প্রতিদ্ধন্ধি প্রার্থী থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুযায়ী মোঃ জাহাঙ্গীর আলম, ২২১ জালালাবাগ সড়ক, পূর্বাশা, ডাক- শ্রীমঙ্গল ৩২১০ কে শ্রীমঙ্গল পৌরসভার ৪নং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেছেন।

বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ ৪নং ওয়ার্ডবাসীসহ শ্রীমঙ্গল পৌরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমার বাবার মতো আমিও যেন আপনাদের সেবা করে যেতে পারি। আমার জন্য সবার দোয়া আর্শিবাদ করবেন।

জাহাঙ্গীর আলম সোহাগ সদ্য প্রয়াত মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাবেক সংসদ সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কমিশনার, চেয়ারম্যান ও মেয়র মরহুম মো. আহাদ মিয়ার পুত্র।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ