• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন ৪৩ প্রার্থী

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।শ্রীমঙ্গল পৌরসভায় মেয়র পদে ৩ জন। স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সৈয়দ মো. মনসুরুল হক ও স্বতন্ত্র প্রার্থী শেখ মো. আছাদ উদ্দিন আহমদ।

কাউন্সিল পদে ৯টি ওয়ার্ডে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ১নং ওয়ার্ডে মো. লুৎফুর রহমান। এই ওয়ার্ডে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত। ২নং ওয়ার্ডে মো. নজরুল ইসলাম, মো. আমির হোসেন ও মো. আব্দুল জব্বার। ৩নং ওয়ার্ডে মো. মনিরুল ইসলাম ও মো. হানিফ চৌধুরী। ৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম। এই ওয়ার্ডে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত।

৫নং ওয়ার্ডে এম. এ. কাইয়ুম, মো. মিল্লাদ হোসেন মিরাশদার ও মো. মসুদুর রহমান মসুদ, ৬নং ওয়ার্ডে কাজী আব্দুল করিম, মো. আব্দুল বারী বেলাল, বিপ্লব দেব ও মো. বদরুল হক। ৭নং ওয়ার্ডে শেখ মো. দিদার আলম, মীর এম.এ. সালাম, মো. আজির উদ্দিন ও অসীম মজুমদার। ৮নং ওয়ার্ডে মো. ছাদ উদ্দিন ও মো. মোহন চৌধুরী। ৯নং ওয়ার্ডে সুব্রত বনিক, মো. রুবেল, চয়ন কুমার রায়, নাঈম আহমেদ, সুজিত রায়, মো. কাওছার ইকবাল, মো. কবির ও অর্জুন দাশ।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ১, ২ ও ৩নং ওয়ার্ডে মোছা: তানিয়া আক্তার, মিসেস ফাতেমা বেগম, কাজল রেখা, রোজিনা আক্তার রোজি, কাকলী বেগম, মোছা: হামিদা বেগম বেবী ও শামসুন নাহার। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে রোকেয়া পারভীন ও মোছা: খাইরুন নাহার লিপি। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে শাহনাজ আলম, শারমিন ও শাহানা।

১১ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্ধ ১২ নভেম্বর দেয়া হবে। ৯টি ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতীক বরাদ্ধের পূর্বেই সকল পদের প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী সভা ও বিভিন্ন ওয়ার্ডে মতবিনিয়ম সভা করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ