বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। আটক মাদক কারবারির নাম সোহেল মিয়া।
সে শহরের জালালিয়া রোডের মৃত আনিছ মিয়ার ছেলে। আটককৃতের বিরুদ্ধে বুধবার (১০ নভেম্বর) শ্রীমঙ্গল থানায় মাদকদৃব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সিরাজুল ইসলাম ও এএসআই ইলিয়াস সঙ্গীয় ফোর্সের সহায়তায় হবিগঞ্জ রোডে নুর ফুডসের সামনে থেকে সোহেল মিয়াকে ৫৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।
আটককৃত ইয়াবার মূল্য প্রায় ১৬,৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন, মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যহত থাকবে।