• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে উসমান আলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর উসমান আলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী সাদেক হোসেনের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী প্রকৌশলী শামীম আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মুফতি আহমদ আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ