• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে সাবেক এমপি আহাদ মিয়ার জানাযা সম্পন্ন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি:
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র ও সাবেক জাতীয় পার্টির এমপি মো. আহাদ মিয়ার জানাযার নামাজে হাজার হাজার মানুষের অংশগ্রণ।

মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে মরহুম আহাদ মিয়অর প্রথম জানাযা অনুষ্টিত হয়। জানাযার নামাজে শ্রীমমঙ্গল-কমলগঞ্জ এর সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্জ জিকে গউছ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার হাজার-হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

এর আগে সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য পৌর শহিদ মিনার প্রাঙ্গণে আহাদ মিয়ার মরদেহ রাখা হয়। সেখানে বিএনপি, জাতীয় পার্টি ও সহ শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠন, এবং নানান ধর্ম-বর্ণ ও সর্বস্তরের মানুষ মরহুম আহাদ মিয়ার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য: গতকাল সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টির সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র আহাদ মিয়া মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ