বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি। আটক মাদক কারবারির নাম শংকর কানু ওরফে বাবুল কানু ।
সে কুলাউড়ার বরমচাল চা বাগান এলাকার মৃত কৈলাশ কানুর ছেলে।
রোববার (৭ নভেম্বর) সকালে মাদক আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচাল চা বাগানের করিমপুর রোড থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, জেলাকে মাদক মুক্ত রাখতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।