বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। জাতীয় সমবায় দিবস সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হচ্ছে।
শনিবার (৭ নভেম্বর) ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। এছাড়া সমবায় দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সমবায় খাতে বিশেষ ভূমিকা রাখায় সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।