বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগরে বাসি ফাস্ট ফুট রাখা ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্টানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে ভোক্তা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে ও রাজনগর থানা পািলশের সহযোগিতায় অভিযান চালানো হয়।
এসময় রাজনগর উপজেলার টেংরাবাজার, কলেজ রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় অবস্থিত ফাস্ট ফুডের দোকানগুলো তদারকি করা হয়।
জেলা ভোক্তা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করার তাকে রাখা, নিষিদ্ধ এনার্জি ড্রিংক রেড বুল বিক্রয় করা, গতকালে ফাস্ট ফুড বিশেষ করে বার্গার, চিকেন রুল, সবজি রুল, স্যান্ডউইচ গরম করে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কলেজ পয়েন্টে অবস্থিত স্বাদ এন্ড কোং যার পরিবেশক এসএম এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত বেঙ্গল ফুড যার পরিবেশক রোমান এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা সহ মোট দশ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।