বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরে অহরহ চলছে গাছ কাটা। আর এ গাছ কাটার অভিনব এক প্রতিবাদ করেছেন সিলেটের পরিবেশ কর্মীরা। যেখানে গাছের গায়ে মোড়ানো এক লাল কাপড়ে ফুটে উঠেছে বাঁচার আকুতি।
বুধবার (৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট ও ভূমি সন্তান বাংলাদেশের সৌজন্যে লাল কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয় শতবর্ষী একটি গাছ।
নগরীর চৌহাট্টা-আম্বরখানা সড়কের বাম পাশে সিভিল সার্জন কার্যালয় লাগোয়া গাছটিতে মোড়ানো কাপড়ে লেখা হয়, ‘হে পথিক, আমাকে হত্যার প্রস্তুতি চলছে। অক্সিজেন দিয়ে, ছায়া দিয়ে তোমাদের বাঁচাই। আমাকে বাঁচাও।’
এসময় গাছটির ডালপালা অর্ধেক কাটার দৃশ্য দেখা যায়। গত কিছুদিন আগে এ গাছটি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাটা শুরু হলে পরিবেশ কর্মী ও স্থানীয়দের প্রতিবাদের মুখে টা রক্ষা পায়। কিন্তু সাময়িক সময়ের জন্য গাছটি রক্ষা পেলেও এটি কাটার পাঁয়তারা চলছে উল্লেখ করে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, ‘এ নগরে কোনরকম বাছবিচার ছাড়া গাছ কাটা হয়। প্রয়োজনে গাছ কাটা হলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু বিনা প্রয়োজনে একটি গাছ কাটারও নিয়ম নেই। অথচ আমরা দেখেছি সিসিকের পক্ষ থেকে তাই হচ্ছে। মাত্র ৩৫ হাজার টাকার বিনিময় শতবর্ষী এ গাছটিও কেটে ফেলা শুরু হয়েছিলো। এ জন্য উপায়ান্তর না দেখে আমরা আজকের এ উদ্যোগটি নিলাম।’
এসময় উপস্থিত বাসিন্দা কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রত্নসংগ্রাহক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, স্থানীয় বাসিন্দা মুশতাক আহমেদ, হারুন অর রশীদ, কিবরিয়া চৌধুরী সুমন, সৈয়দ মাহবুব, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের আল আমিন সরদার, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর প্রমুখ।