বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতের কোনো এক সময় মন্দিরের দরজা ভেঙ্গে মন্দিরে থাকা মালামাল লুট হয়।
এ ঘটনায় মন্দিরের পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নারায়ন চক্রবর্তী শ্রীমঙ্গল থানায় অভিযোগ দেন।
অভিযোগের ৮ ঘন্টার মধ্যে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষতার সাথে চুরি হওয়া মালামাল ও এর ঘটনার সাথে জড়িত একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি শহরের কালীঘাট সড়কের বিল্লাল মিয়ার কিশোর পুত্র বন্ধন অরফে বন্দর (১৬) ।
নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম অর রসিদ তালুকদার জানান, চুরির ঘটনার সাথে জড়িত থাকায কিশোর অপরাধ আইনে ব্যবস্থা নেবে পুলিশ।