বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানে প্রায় ১৫ কোটি ব্যয়ে শ্রীমঙ্গল সরকারী উচ্চ বিদ্যালয় ৬তলা ভীত বিশিষ্ট একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে অনুষ্টানে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়,
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রদীপ কুমার সরকার, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর তালুকদার, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, চেয়ারম্যান কালীঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, অশোক বুনার্জী সভাপতি রাজঘাট বাগান ব্যবস্থাপক, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ, চা শ্রমিক নেতৃবৃন্দ।